সঠিক উত্তর হচ্ছে: বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে যতিচিহ্নের প্রর্বতন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ১৮৪৭ সালে হিন্দি থেকে বাংলা ভাষায় অনুবাদকৃত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের দশম সংস্করণে সর্বপ্রথম যতিচিহ্নের ব্যবহার করেন। শকুন্তলা গ্রন্থটি সংস্কৃত থেকে অনুবাদকৃত। প্রভাবতী সম্ভাষণ হলো তার এবং বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ যা একটি শোকগাথা। বীরবলের হালখাতা প্রথম চৌধুরী রচিত প্রথম গ্রন্থ যেখানে চলিত ভাষারীতি ব্যবহৃত হয়। (সূত্রঃ Hello BCS লেকচার)