সঠিক উত্তর হচ্ছে: অধিকরণে শূন্য
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারক তিন প্রকার। যথাঃ কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। বাবা বাড়ি নেই - বাক্যে বাড়ি শব্দটি আধারাধিকরণ এর উদাহরণ। \n[তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)]