সঠিক উত্তর হচ্ছে: ইউরিয়া
ব্যাখ্যা: বাংলাদেশে কৃষিক্ষেত্রে ব্যবহৃত সারের মধ্যে সর্বাধিক হলো ইউরিয়া সার।
২০১৯-২০ সময়ে দেশে বিভিন্ন সারের ব্যবহার:
- মোট সার : ৫৮.৮৪ লক্ষ মে. টন
- ইউরিয়া সার : ২৬.৫ লক্ষ মে. টন
- ডিএপি সার : ৯ লক্ষ মে. টন
- এমওপি সার : ৮.৫ লক্ষ মে. টন
- টিএসপি সার : ৭.৫ লক্ষ মে. টন।
(সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০)