সঠিক উত্তর হচ্ছে: মসি + আধার = মস্যাধার
ব্যাখ্যা:
ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে য বা য-ফলা লেখা হয়।
যেমন- অতি + অন্ত = অত্যন্ত, প্রতি + ঊষ = প্রত্যূষ, ইতি + আদি = ইত্যাদি, মসী + আধার = মস্যাধার, নদী + অম্বু = নদ্যম্বু৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী