ব্যাখ্যা: বাংলায় আ-ধ্বনি একটি বিবৃত স্বর।এর উচ্চারণ হ্রস্ব ও দীর্ঘ দু-ই হতে পারে।এর উচ্চারণ অনেকটা ইংরেজি ফাদার ও কাম শব্দের আ এর মতো। যেমন- আপন, বাড়ি, মা, দাতা ইত্যাদি। \n[তথ্যসূত্র: ভাষা-শিক্ষা (ড.হায়াৎ মামুদ)]
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।