সঠিক উত্তর হচ্ছে: আরেফ বই পড়ে
ব্যাখ্যা: বাক্যে ব্যবহৃত যে কর্তা ক্রিয়া সম্পন্ন করে কিংবা যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকেই কর্তৃকারক বলে। বাক্যকে \"কে\" দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক।\nশুন্য বিভক্তি হলো চিহ্নহীন বিভক্তি।\nযেমনঃ আরেফ বই পড়ে এখানে কে বই পড়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় আরেফ।\nতাই আরেক কর্তৃ কারকে শুন্য বিভক্তি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেনী বাংলা ব্যাকরণ]