সঠিক উত্তর হচ্ছে: তিনি বাড়ি আছেন কি না, আমি জানি না
ব্যাখ্যা: জটিল বা মিশ্র বাক্যে ছােট ছােট একাধিক বাক্য থাকে একে খণ্ডবাক্য বলে। খণ্ডবাক্য প্রধানত দুই প্রকার-\n১.প্রধান খণ্ডবাক্য\n২.আশ্রিত খণ্ড বাক্য।\nযে আশ্রিত খণ্ডবাক্য বিশেষ্য পদের কাজ করে, তাকে বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে। যেমন—\nআমি জানি সে কেমন লোক।\nএ বাক্যে \"আমি জানি\" প্রধান খণ্ডবাক্য \"সে কেমন লােক\" বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]