সঠিক উত্তর হচ্ছে: লোথাল
ব্যাখ্যা: সিন্ধু বা হরপ্পা সভ্যতার উল্লেখযোগ্য প্রত্নতাত্বিকক্ষেত্র গুলি হল হরপ্পা , মহেঞ্জোদারো, কালিবঙ্গান, লোথাল, চানহূদারো ইত্যাদি।\nধানের অস্তিত্ব পাওয়া গেছে: লোথাল (গুজরাট), রংপুর (গুজরাট)\nবৃহৎ স্নানাগার: মহেঞ্জদারো (মহেঞ্জদারো কথার অর্থ – ‘মৃতের স্তূপ’)\nবৃহৎ শস্যাগার: হরপ্পা ও মহেঞ্জোদারো