সঠিক উত্তর হচ্ছে: অজ্ঞাতমূল ধাতু
ব্যাখ্যা: অজ্ঞাতমূল ধাতুঃ
\nকতগুলো ক্রিয়ামূল বা ধাতু রয়েছে যাদের ক্রিয়ামূলের মূল ভাষা নির্ণয় করা কঠিন।
এ ধরনের ক্রিয়ামূলকে বলা হয় অজ্ঞাতমূল ধাতু।
\nযেমনঃ \'হের\' ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?
\n- উপরোক্ত বাক্যে \'হের\' ধাতুটি কোন ভাষা থেকে আগত তা জানা যায় নি।
\n- তাই এটি অজ্ঞাতমূল ধাতু।