নিচের অপশন গুলা দেখুন
- হুমায়ুন আজাদ
- শামসুর রহমান
- আহসান হাবীব
- নির্মলেন্দু গুণ
আহসান হাবীব ছিলেন আধুনিক কাব্য ধারার খ্যাতিমান বাংলাদেশী কবি ও সাংবাদিক।
তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রেমের কবিতা
- রাত্রিশেষ,
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুই হাতে দুই আদিম পাথর,
- বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি।
তাঁর রচিত উপন্যাস -
- অরণ্য নীলিমা,
- জাফরানী রং পায়রা ও
- রানী খালের সাঁকো।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।