বাংলাদেশের ১৫ থেকে ৬৫ বছরের মধ্যে শ্রমে নিয়োজিত জনশক্তির পরিমাণ ৬.৩৫ কোটি। এর মধ্যে ২ কোটি নারী জনশক্তি রয়েছে। খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিতঃ - কৃষি- ৪০.৬% - শিল্প- ২০.৪% - সেবা- ৩৯% উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।