সঠিক উত্তর হচ্ছে: বৃষ্টি
ব্যাখ্যা: সাগরের পানিতে সাবান বেশি অপচয় হয়। কারণ সাগরে পানিতে অনেক লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তাই এটা খর পানি হিসেবে বিবেচিত। নদী ও পুকুরের পানিতে লবণ কম বেশি থাকতে পারে কিন্তু বৃষ্টির পানিতে লবণ থাকেনা বল্লেই চলে। এটা মৃদু পানি হিসেবে বিবেচিত।\n\n