সঠিক উত্তর হচ্ছে: ৫%
ব্যাখ্যা: এ ধরনের অংকে অনেকেই ভুল করে ৩৮০ টাকায় ক্ষতি হয়েছে ২০ টাকা লিখতে পারেন তাতে ভুল হবে।
\nকেননা ৩৮০ টাকায় বিক্রি করাতে ২০ টাকা ক্ষতি হলে দ্রব্যটি কিনতে মোট খরচ হয়েছিল ৩৮০ + ২০ = ৪০০ টাকা।
\n৪০০ টাকায় ক্ষতি হয়েছিল ২০ টাকা।
\n⁂ শতকরা ক্ষতির হার = (২০ x ১০০) / ৪০০ = ৫%\n