সঠিক উত্তর হচ্ছে: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে যার অবদান অনস্বীকার্য, যার অবদান নতুনত্ব এনে দিয়েছে, বাংলা সাহিত্যের গতিপথ ঘুরিয়ে দিয়েছে, যার রচনার বাকবৈদগ্ধতা, সুনিপুনতা, সৃষ্টিশৈলিতা, গাম্ভীর্যতা, যুক্তিনিষ্ঠতা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে, যিনি শুধু সাহিত্যের ক্ষেত্রেই নন, শিষ্ট চলিত গদ্যরীতিরও জনক তিনি হলেন প্রমথ চৌধুরী।