সঠিক উত্তর হচ্ছে: গ্রীসে
ব্যাখ্যা: নাটকের উৎপত্তি হয় গ্রীসে।বাংলা নাটকের উদ্ভব দুইশত বৎসরেরও পূর্বে। পাশ্চাত্য রঙ্গমঞ্চের অনুকরণে বাংলা রঙ্গমঞ্চ স্থাপিত হওয়ার ফলেই বাংলা নাটক বিদেশী নাটকের মৌলধর্ম, অবলম্বন করেই আত্মপ্রকাশ করেছে। সংস্কৃত ও ইংরেজী নাটকের অনুবাদের মধ্যদিয়েই বাংলা নাটকের সূচনা দেখা দিয়েছিল।