সঠিক উত্তর হচ্ছে: আদ্রতার অভবে
ব্যাখ্যা: শীতকালে শরীরের চামড়া ফাটে আর্দ্রতার অভাবে।\n\nআদ্রতা বলতে বায়ু কতখানি শুষ্ক বা ভিজা ইহা নির্দেশ করতে আর্দ্রতা বলা হয়। অনেক সময় শীলতকালের বায়ু শুষ্ক ও গ্রীষ্মকালের বায়ু আর্দ্র বলা হয়। ইহা দ্বারা শীতকালের তুলনায় গ্রীষ্মকালের বায়ুতে অধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে ইহা বুঝানোর হয়।