সঠিক উত্তর হচ্ছে: ৯৫-১১০ ডিগ্রি ফাঃ
ব্যাখ্যা: যে যন্ত্রের সাহায্যে মানবদেহের তাপমাত্রা পরিমাপ করা হয়, তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। যন্ত্রটি একটি দুইপাশে বদ্ধ কাচের নল বা সঙ্কীর্ণ কৈশিকনালী যার ভেতরে প্রসারণশীল সংবেদী তরল হিসেবে পারদ ব্যবহার করা হয়। এই থার্মোমিটারে ৯৫-১১০ ডিগ্রি ফারেনহাইট দাগ কাটা।