সঠিক উত্তর হচ্ছে: বিজয় কেতন
ব্যাখ্যা: ঢাকা সেনানিবাসে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের স্মরণে নির্মিত জাদুঘরের নাম \"বিজয় কেতন\"। জাদুঘরের মূল ফটকে স্থাপিত হয়েছে সাত জন বীরমুক্তিযোদ্ধার একটি সম্মিলিত অঙ্কর্য। এই ভাস্কর্যটিকেও \'বিজয় কেতন\' নামে অভিহিত করা হয়।