সঠিক উত্তর হচ্ছে: কাব্যগ্রন্থ
ব্যাখ্যা: একধরনের আত্মঅহংকার শামসুর রহমানের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়। ৫২ টি কবিতা আছে কাব্যগ্রন্থটিতে। কাব্যগ্রন্থটিতে প্রেম-কাম, নিসর্গ-প্রকৃতি, আশা-নিরাশার দ্বৈরথের ভেলা দেখা যায়। কবির আত্মবিশ্লেষণ, একই সঙ্গে শৈশব ও বাল্য, যৌবন ও বাতসল্য, প্রভৃতি বিষয় ও এখানে চিত্রিত হয়েছে।[তথ্যসূত্রঃ জিজ্ঞাসা]