সঠিক উত্তর হচ্ছে: বিজু
ব্যাখ্যা: চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসব হলো ‘বিজু’। এটি তাদের বর্ষবরণ উৎসব।
বাংলা বর্ষের শেষ দুদিন এবং বাংলা নববর্ষের প্রথমদিন বিজু উৎসব পালিত হয়।
অন্যদিকে,
- সাংগ্রাই : মারমা ও রাখাইনদের বর্ষবরণ উৎসব
- বৈসু : ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব
- বিহু : অহমিয়াদের বর্ষবরণ উৎসব।
(সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী এবং বাংলাপিডিয়া)