সঠিক উত্তর হচ্ছে: আল্পস পর্বতমালা
ব্যাখ্যা: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আল্পস পর্বতমালা। আল্পস্ পর্বতমালা (ইংরেজি Alps অ্যাল্প্স্, মূলতঃ লাতিন Alpes আল্পেস্ থেকে) ইউরোপে অবস্থিত পর্বতমালাদের অন্যতম। আল্পস্ পর্বতমালা পূর্বে অস্ট্রিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে ইতালি, সুইজারল্যান্ড, লিশ্টেনশ্টাইন হয়ে জার্মানি থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত।\n