সঠিক উত্তর হচ্ছে: অহর্নিশ
ব্যাখ্যা: বিসর্গসন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ(ঃ) রূপে লেখা হয়।
বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্ এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়।
- বিসর্গ + স্বর
- বিসর্গ + ব্যঞ্জন।
যেমন,
বাচস্পতি= বাচঃ + পতি,
অহর্নিশ= অহঃ + নিশা বিসর্গ সন্ধির উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরন, নবম-দশম শ্রেণি।