সঠিক উত্তর হচ্ছে: মিথ রূপকের অবয়ব
ব্যাখ্যা: পাকিস্তান আমলে সামরিক শাসনের প্রতিক্রিয়ায় বাঙালি লেখকরা বক্তব্য প্রকাশের জন্য মিথ - রূপকের অবয়বের আশ্রয় নিয়েছেন। শওকত ওসমান তার ক্রীতদাসের হাসি\' উপন্যাসে মিথ - রূপকের অবয়ব অবলম্বন করে মধ্যযুগের সামন্ততান্ত্রিক পরিবেশে বাগদাদ নগরের খলিফা হারুন - অর - রশীদের স্বেচ্ছাচারী ভূমিকার কাহিনি উপস্থাপন করে মূলত ষাটের দশকের প্রথম দিকে সামরিক শাসনে আবদ্ধ পূর্ববাংলার নিপীড়িত জনগণের বক্তব্যকেই তুলে ধরেছেন।