সঠিক উত্তর হচ্ছে: ব্যক্তির নৈতিকতার মাপকাঠি হবে তাকে গড়ে তোলা সমাজের নির্দেশক আদর্শ ভিত্তিক
ব্যাখ্যা: সাংস্কৃতিক আপেক্ষিকতা হল ধারণা যে একজন ব্যক্তির বিশ্বাস, মূল্যবোধ এবং চর্চাগুলি সেই ব্যক্তির নিজস্ব সংস্কৃতির উপর ভিত্তি করে বোঝা উচিত, অন্যের মানদণ্ডের ভিত্তিতে বিচার করা হবে না। সাংস্কৃতিক আপেক্ষিকতার প্রবক্তাগণ দাবি করেন যে একটি সংস্কৃতির মান এবং মূল্যবোধ অন্য সংস্কৃতির মান এবং মূল্যবোধকে আদর্শ হিসেবে ধরা উচিত নয়। [তথ্যসূত্রঃ উইকিপিডিয়া]