সঠিক উত্তর হচ্ছে: খ + গ
ব্যাখ্যা: বিসর্জন (১৮৯০) নাটকটি রবীন্দ্রনাথের মঞ্চসফল ও জনপ্রিয় নাটকগুলোর অন্যতম। প্রধান প্রধান চরিত্রঃ রঘুপতি, জয়সিংহ, অপর্ণা, গুণবতী, গোবিন্দমানিক্য। রঘুপতি ও জয়সিংহ দুটি প্রধান চরিত্রে রবীন্দ্রনাথ নিজে অভিনয় করেছিলেন। মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক প্রনয় কাহিনী অবলম্বনে রচিত ‘চিত্রাঙ্গদা’ নাটকটিও অমিত্রাক্ষর ছন্দে রচিত। এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। আবার, এই নাটকের কাহিনী অবলম্বন করেই ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্য রচনা করেন যা ১৯৩৬ সালে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।