সঠিক উত্তর হচ্ছে: ৩ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা: কাশেম সোলাইমানি______________\r\n\r\n? জন্ম ও মৃত্যু— ১১ মার্চ ১৯৫৭ এবং ৩ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ। \r\n\r\n? কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড সদর দপ্তর থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের ‘নীরব ঘাতক’ খ্যাত MQ-9 রিপার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার গাড়িবহরকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। \r\n\r\n? সোলাইমানিকে হত্যা করে— যুক্তরাষ্ট্র \r\n\r\n? কোথায়?— বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে\r\n\r\n? কোথা থেকে?— কাতারে অবস্থিত মার্কিন সেন্ট্রাল সদর দপ্তর থেকে MQ-9 রিপার ড্রোন হামলার মাধ্যমে। \r\n\r\n? মর্যাদা— ইরানের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি।\r\n\r\n? ইসলামী রেভল্যুশনারি গার্ডে কর্পসে (IRGC) যোগ দেন— ১৯৭৯ সালে। \r\n\r\n? IRGC’র কুদস ফোর্সের প্রধান হিসেবে নিযুক্ত হন— ১৯৯৭-১৯৯৮ সালের মাঝামাঝি। \r\n\r\n? তাঁর নেতৃত্বে কুদস ফোর্সের সাথে যোগাযোগ ছিল— লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, পাকিস্তান ও আফগানিস্তানের ‘ফাতেমি’ আর ‘জাইনাবি’ মিলিশিয়া বাহিনী, ইয়েমেনের হুথি বিদ্রোহী প্রভৃতির সাথে। \r\n\r\n? ইরানি নাগরিকদের নিকট তাঁর জনপ্রিয়তার হার ছিল— ৮৩%। ভক্তদের নিকট পরিচিতি— হাজি কাশেম। \r\n\r\n? ইরানের সর্বোচ্চ সামরিক সম্মান ‘অর্ডার অব জুলফাগার’ তাঁকে তুলে দেন আয়াতুল্লাহ আলী খামেনি— মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে। এ সময় তিনি তাঁকে ‘জীবন্ত শহীদ’ আখ্যা দেন। \r\n\r\n? মার্কিন CIA’র সাবেক বিশ্লেষক কেনেথ পোল্যাক কাশেম সোলাইমানিকে জনপ্রিয় চরিত্র জেমস বন্ড ও জার্মান এরউইন রমেল আখ্যা দিয়েছেন। ২০১৭ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম লিপিবদ্ধ করার সময় এ কথা বলেন।