সঠিক উত্তর হচ্ছে: সামান্তরিক
ব্যাখ্যা: আমরাজানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণ গুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। চতুর্ভুজ এর চারটি বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে বিপরীত বাহুগলো সমান্তরাল চতুর্ভুজ উৎপন্ন হয় যাকে সামান্তরিক বলে এবং যার কোণ গুলোর সমষ্টি ৩৬০ ডিগ্রী।