সঠিক উত্তর হচ্ছে: শবদাহ
ব্যাখ্যা: সাধু ও চলিত ভাষার মিশ্রনকে গুরুচণ্ডালী দোষ বলে।শব ও দাহ দুটি সাধু ভাষার শব্দ।অন্যদিকে ‘মড়া’ ও ‘পোড়া’ এ শব্দ দুটি চলিত ভাষার। সুতরাং গুরুচণ্ডালী দোষ্মুক্ত \"শবদাহ\"। [সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।]