সঠিক উত্তর হচ্ছে: উপমান
ব্যাখ্যা: উপমান কর্মধারয় সমাস
\n? উপমান অর্থ তুলনীয় বস্তু।
\n? প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয়, আর যার সাথে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।
\n? উপমান ও উপমেয়ের একটি সাধারণ ধর্ম থাকবে। যেমন-
\nভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম।
সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যথা-
\n? তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র [কর্মসংস্থান ব্যাংক অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ): ১২],
\n? অরুণের ন্যায় রাঙা = অরুণরাঙা [১৫তম শিক্ষক নিবন্ধন: ১৯],
\n? বকের ন্যায় ধার্মিক = বকধার্মিক,
\n? কাজলের ন্যায় কালো = কাজলকালো [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক: ১৯; প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯]। তুষারধবল, বিড়ালতপস্বী, মিশকালো, রক্তলাল, শশকের ন্যায় ব্যস্ত = শশব্যস্ত [প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯], হস্তীমূর্খ প্রভৃতি। \nউপমিত কর্মধারয়
\nসাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। (এ ক্ষেত্রে সাধারণ গুণটিকে অনুমান করে নেওয়া হয়) এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে। যেমন-
\n? মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ,
\n? পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ [১৩তম শিক্ষক নিবন্ধন : ১৬],
\n? অধর পল্লবের ন্যায় [সোনালী ব্যাংক লি. অফিসার: ১৯],
\n? কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী [বাংলাদেশ ডাক বিভাগের মেইল অপারেটর: ১৯]। এরূপ- কথামৃত, চরণকমল, নরসিংহ, বীরসিংহ প্রভৃতি।
\n\n? উপমানের সাথে উপমেয়র মিলন হলে এবং সাধারণ ধর্মবাচক গুণ অনুমিত হলে তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। উল্লেখ্য উপমেয় পদটি আগে বসে। যেমন-
\n? মুখ (উপমেয়) চন্দ্রের (উপমান) ন্যায় = মুখচন্দ্র।
\n? পুরুষ (উপমেয়) সিংহের (উপমান) ন্যায় = পুরুষসিংহ।
\n
\nশর্টকাট
\nসত্য বিষয় হলে হবে ‘উপমান কর্মধারয় সমাস’।
\nঅসত্য বিষয় হলে হবে ‘উপমিত কর্মধারয় সমাস’।
\n
\n? তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র (বিষয়টা সত্য)
\n? মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র (বিষয়টা অসত্য, শুধু তুলনার জন্য ব্যবহৃত হয়েছে। তাই এটি উপমিত কর্মধারয়। \n