সঠিক উত্তর হচ্ছে: কর্তৃকারকে শূন্য বিভক্তি
ব্যাখ্যা: ব্যাকরণে, বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলা হয়।ক্রিয়ার সঙ্গে \'কে\' বা \'কারা\' যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্তৃকারককে নির্দেশ করে। একে \"কর্তাকারক\"ও বলা হয়। যেমন;\nকর্তৃকারকে শূন্য বিভক্তি এর উদাহরণ হল;\nহামিদ বই পড়ে। \nগগনে গরজে মেঘ।\nঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।\nজল পড়ে, পাতা নড়ে।\nজেলে মাছ ধরে।\nশ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়।\nসাপুড়ে সাপ খেলায়।\nছেলেরা ফুটবল খেলছে।\nমুষলধারে বৃষ্টি পড়ছে।\nশিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।\nরাখাল গরুকে ঘাস খাওয়ায়।