সঠিক উত্তর হচ্ছে: দিকদর্শন
ব্যাখ্যা: বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র \'দিকদর্শন\' প্রকাশকাল ১৮১৮ ।সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান।বাংলা সংবাদপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিষ্টাব্দে যে তিনটি গুরুত্বপূর্ণ (দিকদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট) পত্রিকা প্রকাশিত হয় হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিষ্টান মিশনারিদের তত্ত্বাবধানে, তার মধ্যে \'দিকদর্শন\' অন্যতম।\n[তথ্যসূত্রঃ দৈনিক পত্রিকা ]