সঠিক উত্তর হচ্ছে: কর্মবাচ্য
ব্যাখ্যা: জ্ঞাতব্য বিষয় হল : কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কর্মবাচ্য হয় না। কর্তৃবাচ্য : বিদ্বানকে সকলেই আদর করে। কর্তৃবাচ্য : খােদাতায়ালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। কর্মবাচ্য : বিশ্বজগৎ খােদাতায়ালা কর্তৃক সৃষ্ট হয়েছে।