সঠিক উত্তর হচ্ছে: জেমস ওয়াটসন
ব্যাখ্যা: জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিন্স ডিএনএ\'র আণবিক গঠন আবিষ্কার করে জিতেছিলেন নোবেল পুরস্কার।\n১৯৬২ সালে নোবেল পুরস্কার জেতার পর জিনতত্ত্বের রহস্য উন্মোচনের পথিকৃৎ জেমস ওয়াটসনের সাফল্যের তালিকায় এরপর এক এক করে উঠতে থাকে একাধিক আন্তর্জাতিক সম্মান। জীবনের সিংহভাগ কাটিয়ে দিলেন যে গবেষণাগারে, সেখান থেকেই ৯০ বছরের এই বিজ্ঞানীর সব সম্মাননা, যাবতীয় পদ কেড়ে নেয়া হল এক এক করে।