সঠিক উত্তর হচ্ছে: আমেরিকার
ব্যাখ্যা: রেড ইন্ডিয়ান অমেরিকার আদি অধিবাসী ।\n\nসমুদ্রে ভেসে ভেসে ক্রিস্টোফার কলম্বাসের তরী এসে ভিড়ল এক অজানা দ্বীপে। দলবল নিয়ে এখানেই নেমে পড়লেন তিনি। হাঁটু সমান লম্বা প্রেইরি ঘাস বাতাসে মাথা দুলিয়ে অভ্যর্থনা জানালো তাদের। রকি পর্বতমালার চূড়ায় বসে মুচকি হাসল সূর্য্য। আর বিস্তীর্ণ চারণভূমিতে ঘুরে বেড়ানো বুনো মোষের দল মাথা তুলে একবার দেখে নিল এ আগন্তুক দলকে।\n\nমুগ্ধ হলেন কলম্বাস! বিস্মিত হলেন! সবচেয়ে বেশি অবাক হলেন এ দ্বীপবাসীর আতিথেয়তায়। অতঃপর লিখতে বসলেন রানীকে: এখানকার মানুষজন এতই সুবোধ ও শান্তিপ্রিয় যে, মহামান্য রাজপদে আমি শপথ করে বলতে পারি, সারা দুনিয়াতে এদের চেয়ে ভালো জাতি আর নেই। প্রতিবেশিদের তারা একান্ত আপনজনের মতোই ভালোবাসে। তাদের আচার আচরণও অতীব ভদ্র এবং মিষ্টি। এটা অবশ্য ঠিক যে তারা বেশ কিছুটা নগ্ন ।\n\nরানী ইসাবেলার (স্পেনের রানী) কাছে ‘বেশ খানিকটা নগ্ন’ বলে কলম্বাস যে জনগোষ্ঠীর পরিচয় দিলেন তারাই আমেরিকার সবচেয়ে প্রাচীণ আদিবাসী ‘রেড ইন্ডিয়ান’।