সঠিক উত্তর হচ্ছে: হুমায়ুন কবির
ব্যাখ্যা: হুমায়ুন কবির একজন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক । তাঁর নির্বাচিত রচনাবলি- স্বপ্নসাধ (কবিতা), সাথী (কবিতা), নদী ও নারী (উপন্যাস), ইমানুয়েল কান্ট (১৯৩৬),শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২), বাংলার কাব্য (১৯৪৫) (সমালোচনা গ্রন্থ), শিক্ষক ও শিক্ষার্থী ( প্রবন্ধ) ইত্যাদি।