সঠিক উত্তর হচ্ছে: কবি-কাহিনী
ব্যাখ্যা: কবি-কাহিনী (কবিকাহিনী) হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি তাঁর ষোল বছর বয়সে ১৮৭৮ সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের বন্ধু প্রবোধচন্দ্র ঘোষ হলেন গ্রন্থটির প্রকাশক।\nবনফুল(১৮৮০) - ২য় প্রকাশিত কাব্যগ্রন্থ\nহিন্দুমেলার উপহার - প্রথম কবিতা \nবৌঠাকুরাণীর হাট - প্রথম উপন্যাস\n\nসোর্সঃ সৌমিত্র শেখর