সঠিক উত্তর হচ্ছে: ওজন আছে, আয়তন আছে
ব্যাখ্যা: বস্তুজগতের অণুগুলো তৈরি হয়, পরমাণু দিয়ে। আর যে সকল কণা দিয়ে পরমাণু তৈরি হয়, তাদের সাধারণ নাম অতি-পারমাণবিক কণা। আমাদের ত্রিমাত্রিক জগতের বিচারে এরা অতি-সামান্য জায়গা দখল করে। কিন্তু এরা কোয়ান্টাম কৌশলের বিধি মেনে পরমাণু গঠনে বিশেষ ভূমিকা রাখে। প্রত্যেক পারমাণবিক কণার নির্দিষ্ট আয়তন ও ওজন আছে।