সঠিক উত্তর হচ্ছে: ইন্টারপ্রিটার (Interpreter)
ব্যাখ্যা: অনুবাদক প্রোগ্রাম
\nপ্রোগ্রাম (Source Programme) কে যন্ত্রভাষায় অনুবাদ করে বস্তু প্রোগ্রাম (ঙনলবপঃ চৎড়মৎধসসব) এ পরিণত করে সে প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রাম বলে। মূলত উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে নি¤œস্তরের ভাষায় রুপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রামকে ব্যবহৃত হয়। কম্পিউটার একমাত্র যন্ত্রভাষা বুঝতে পারে বলে অন্য ভাষায় লেখা উৎস প্রোগ্রামকে যন্ত্রভাষায় অনুবাদ না করলে তা কার্যকর করতে পারে না। তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা-
\n ? কম্পাইলার ((Compiler)
\n ? ইন্টারপ্রিটার (Interpreter)
\n ? অ্যাসেম্বলার (Assembler)
\n\n?? কম্পাইলার (Compiler)
\nউচ্চস্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। কম্পাইলার সম্পূূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে।
\n\n\n?? ইন্টারপ্রিটার (Interpreter)
\nউচ্চস্তরের ভাষায় করা প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে।
\n\n\n?? অ্যাসেম্বলার (Assembler)
\nঅ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়।