সঠিক উত্তর হচ্ছে: এম ডব্লিউ পামফ্রে
ব্যাখ্যা: মূল্যবোধ : যে চিন্তা-ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই িআমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। সহজভাবে বলা যায়, ভাল-মন্দ, ঠিক-বেঠিক, কাঙ্ক্ষিত -অনাকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা তার নামই মূল্যবোধ। সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকান্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। মূল্যবোধের মধ্যে একটি আবেগীয় বৈশিষ্ট্য বিদ্যমান। কেননা এটি কোন কাজ বা বিষয়কে মূল্যায়ন করে এবং কোনটি ঠিক বা বেঠিক সে সম্পর্কে রায় প্রদান করে। অতএব কোন ব্যক্তি সমাজের মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত হয়ে যখন কোন কিছুকে ভাল অথবা মন্দ জ্ঞান করে তখন সে দৃঢ় চিত্তেই করে এবং সে মনে করে এটি সমাজের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ । আর তাই এ ব্যাপারে সে অনেকটা অনমনীয়ভাবে দৃঢ়চিত্তে আবেগীয় মানসিকতায় কোন কিছুকে মূল্যায়ন করে । যে সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক মূল্যবোধের ধারণা যত বেশি উন্নত , সে সমাজ ও রাষ্ট্র তত বেশি উন্নত ও প্রগতিশীল। বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যবোধের ধারণাকে সংজ্ঞায়িত করেছে। নিচে তাঁদের প্রদত্ত কতিপয় সংজ্ঞা উপস্থাপন করা হলো : এম. আর. উইলিয়ামের মতে- \"মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। এর আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভাল- মন্দ বিচার করা হয়।\" এম. ডব্লিউ পামফ্রে এর মতে, \"মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।\" এইচ. ডি স্টেইনের মতে- \"জনসাধারণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা, যাকে তারা অত্যাবশ্যাক বলে মনে করে। যার প্রতি তাদের অগাধ শ্রদ্ধা বর্তমান এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকেই মূল্যবোধ বলে।\" অতএব আমরা বলতে পারি, মূল্যবোধ হচ্ছে মানুষের সামাজিক জীবনচারের আদর্শিক দিক যার দ্বারা ব্যক্তির আচার-আচরণ ও কর্মকান্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং সমাজ জীবনে ঐক্য ও সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় । একারণেই মূল্যবোধকে শিষ্ঠাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতাবোধ, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ প্রকৃতি সুকুমারবৃ্ত্তি বা মানবীয় গুণাবলীর সমষ্টি বলা হয়। অর্থাৎ সত্য, সুন্দর, ন্যায় ও আদর্শের সাথেই মূল্যবোধের সম্পৃক্ততা।