সঠিক উত্তর হচ্ছে: জাইলেম টিস্যু
ব্যাখ্যা: উদ্ভিদ দেহে প্রধানত মূল থেকে পানি ও খনিজ লবন দেহের বিভিন্ন অঙ্গে পরিবহনকারী সজিব টিস্যুকে জাইলেম টিস্যু বলে। জাইলেম কলার কাজ হল উদ্ভিদদেহে জল ও খনিজ লবণ সংবহন করা। উদ্ভিদদেহে দৃঢ়তা প্রদান ও খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে।