সঠিক উত্তর হচ্ছে: ইলা মিত্র
ব্যাখ্যা: ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনের দুঃসাহসী বিপ্লবী ছিলেন চট্টগ্রামের মাস্টারদা, যার আসল নাম সূর্যসেন (১৮৯৪-১৯৩৪)। ১৯৩০ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তাঁর নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠিত হয়। এই আন্দোলনে সূর্য সেনের বিপ্লবী বাহিনীতে নারী যোদ্ধাও ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কল্পনা দত্ত ও প্রীতিলতা। প্রীতিলতা তার যোগ্যতার জন্য চট্টগ্রাম ‘পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণের নেতৃত্ব দেন। এই সশস্ত্র আন্দোলন চলে ১৯৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত। ইলা মিত্র তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন। সূত্র- বোর্ড বইঃনবম-দশম শ্রেণি।