নিচের অপশন গুলা দেখুন
- ডুমুরের ফুল
- বাঙলা
- বসুন্ধরা
- প্রায়শ্চিত্ত
আহমদ ছফা (১৯৪৩-২০০১): প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
- আহমদ ছফা ‘উত্থানপর্ব’ পত্রিকার সম্পাদক ছিলেন।
তাঁর রচিত উপন্যাস ওঙ্কার (১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত, প্রকাশিত হয় ১৯৭৫ সালে), এই উপন্যাস অবলম্বনে \'বাঙলা\' নামক একটি চলচ্চিত্র নির্মিত হয়।
তাছাড়া সূর্য তুমি সাথী (১৯৬৭), উদ্ধার (১৯৭৫), একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৯), মরণবিলাস (১৯৯০), গাভি বিত্তান্ত (১৯৯৪), অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী (১৯৯৬), বিহঙ্গপুরাণ (১৯৯৬) ইত্যাদি তার অন্যান্য উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর