সঠিক উত্তর হচ্ছে: উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন
ব্যাখ্যা: টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন। জীবাণুমুক্ত পরিবেশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে মাতৃদেহ থেকে বিচ্ছিন্নকৃত টিস্যুকে আবাদ করার অর্থাৎ বর্ধন ও বিকাশের পদ্ধতিকে টিস্যুকালচার বলে। টিস্যুকালচার পদ্ধতিতে বিভাজনক্ষম কোষ থেকে তৈরি উদ্ভিদ চারার বৈশিষ্ট্য হলো রোগমুক্ত থাকা। এর অপরনাম In-vitro কালচার।