সঠিক উত্তর হচ্ছে: ২
ব্যাখ্যা: পারস্য প্রতিভা মোহাম্মদ বরকতুল্লাহর শ্রেষ্ঠ প্রবন্ধগ্রন্থ। এটি ২ টি খন্ডে প্রকাশিত হয়। প্রথম খন্ড ১৯২৪ সালে এবং দ্বিতীয় খন্ড ১৯৩২ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে পারস্যের খ্যাতনামা কবিদের জীবনী ও সাহিত্যকর্ম, ফরাসি সাহিত্যের প্রেক্ষাপট, ইহলোক ও পরলোক ইত্যাদি বিষয় উপস্থাপিত হয়েছে। তার অন্যান্য গ্রন্থগুলো হলঃ মানুষের ধর্ম, নবীগ্রহ সংবাদ, নয়া জাতির স্রষ্ঠা হযরত মোহাম্মদ ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]