সঠিক উত্তর হচ্ছে: জমিদার নিজাম শাহ
ব্যাখ্যা: মধ্যযুগের ষোড়স শতাব্দীর কবি দৌলত উজির বাহরাম খান। তিনি সাহিত্য রচনায় নিজাম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেন। গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতায় \'ইউসুফ- জেলেখা\' কাব্য রচনা করেন শাহ মুহাম্মদ সগীর। কবি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন কোরেশী মাগান ঠাকুর। সুলতান বারবক শাহের পৃষ্ঠপোষকতায় \'শ্রীকৃষ্ণবিজয়\' কাব্য রচনা করেন মালাধর বসু।