সঠিক উত্তর হচ্ছে: দর্শকদের বুঝতে না দিয়ে নাট্যপরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণ সংলাপ বানিয়ে বলবে
ব্যাখ্যা: দর্শক পরিপূর্ণ হলরুমে নাটক অভিনীত হচ্ছে। আমি একটি বিশেষ চরিত্রে অভিনয় করছি হঠাৎ সংলাপ ভুলে গেলাম কিছুতেই মনে পড়ছে না সেক্ষেত্রে আমি কাউকে বুঝতে দিব না যে আমি সংলাপ ভুলে গেছি। কারণ আমার একার ভুলের জন্য পুরো নাটক এর উপর প্রভাব পড়েতে পারে।
মন্তব্য প্রদান করতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন।