সঠিক উত্তর হচ্ছে: ১৯৫৪ সালে
ব্যাখ্যা: ? পঞ্চশীলা নীতি স্বাক্ষরিত হয়→ ১৯৫৪ সালে\r\n\r\n? ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় বান্দুং সম্মেলনে ন্যাম গঠনে ১০টি নীতি গৃহীত হয়। পঞ্চশীল নীতি (৫টি নীতি) ন্যাম এর সদস্য ‘চীন-ভারত সম্পর্ক’ নির্ণয়ের নীতি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই পঞ্চশীল নীতির অন্যতম প্রবক্তা। যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে ১৯৬১ সালে এক সম্মেলনের মাধ্যমে।