সঠিক উত্তর হচ্ছে: ভদ্রার্জুন
ব্যাখ্যা: তারাচরণ শিকদার রচিত \'ভদ্রার্জুন\' বাংলা ভাষায় লিখিত প্রথম মৌলিক নাটক। \'কাল্পনিক সংবদল\' হেরাসিম লেবেদফ কর্তৃক The Disguise নাটকের অনুবাদ, যা প্রথম বাংলায় মঞ্চস্থ হয়। যোগেন্দ্র চন্দ্র গুপ্তর \'কীর্তিবিলাস\' বাংলা নাট্যসাহিত্যে ট্রাজেডি রচনার প্রথম প্রচেষ্টা৷ রামনারায়ণ তর্করত্নের \'কুলিনকুল সর্বস্ব\' বাংলা ভাষার প্রথম সার্থক সামাজিক নাটক।