সঠিক উত্তর হচ্ছে: প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা: প্যারীচাঁদ মিত্র ১৮৫৪ সালে মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রথম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল (১৮৫৮) প্রকাশ করতে গিয়ে লক্ষ করেন যে, বিদ্যাসাগরের ভাষায় আলালের কোনো কোনো চরিত্রের সংলাপ লেখা যায় না। প্যারীচাঁদ সেজন্যে একটি ভিন্ন ধরনের গদ্যরীতি নিয়ে পরীক্ষা করেন। এতে ছিল চলিত ভাষার ক্রিয়া-বিভক্তি, চলিত ভাষার কিছু অশালীন শব্দ এবং ধ্বন্যাত্মক শব্দ। ফলে তিনি বাংলা গদ্যে একটা অব্যবহূত দিগন্ত এবং সম্ভাবনার দ্বার খুলে দেন।