সঠিক উত্তর হচ্ছে: সোনালী কাবিন
ব্যাখ্যা: সোনালী কাবিনের কবি হিসেবে পরিচিত কবি আল মাহমুদ রচিত \'নোলক\' কবিতাটি তাঁর \'সোনালী কাবিন\' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আল মাহমুদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ - লোক লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস, পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি।\nতাঁর লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ \'সোনালি কাবিন\' প্রকাশিত হয় ১৯৭৩ সালে।